চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এদিকে মন্দিরে হামলার ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক অজিত দাস বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
গ্রেতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লার ফরজানের ছেলে মোঃ মোজাহিদ, পিটিআই বস্তির মানিকের ছেলে মোঃ বাদল, একই মহল্লার শহীদের ছেলে মোঃ রানা ও সালেক
জানা যায়, দামোদর ব্রত উপলক্ষে দিপদান অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দরা বাড়ি ফেরার সময় শুক্রবার রাত ১০টার দিকে ৮-১০ জন যুবক মন্দিরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরের গেইটের কয়েক জায়গা ভেঙে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সনাতন ধর্মালম্বী নারী-পুরষরা মন্দিরর সংলগ্ম চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে। এসময় সেনাবাহিনী ও পুলিশ ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, জামায়াত নেতা ও সাবেক এমপি লতিফুর রহমান, সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়াসহ অন্যান্যরা।
সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান রাকিব জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ২৪ ঘন্টার মধ্যেই জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।