ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে অনলাইনে বৈশ্বিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মাঝে পরমাণু বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।
শনিবার (৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোসাটম।
রোসাটম জানায়, গ্লোবাল অ্যাটমিক কুইজ এ বছর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করছে। প্রতিযোগিতাটি বিশ্বের ১৩টি ভাষায় (ইংরেজি, রুশ, বাংলা, হাঙ্গেরিয়, স্প্যানিশ, পর্তুগিজ, কিরগিজ, কাজাখ, মঙ্গোলিয়, তুর্কী, উজবেক, আরবী এবং ইন্দোনেশীয়) অনুষ্ঠিত হবে।
কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার লাভেরও সুযোগ থাকবে। অংশগ্রহণকারীদের সামনে পরমাণু বিজ্ঞানের বিষ্ময়কর বিভিন্ন দিক এবং এর বৈচিত্র্যময় ব্যবহারের জগত উন্মোচিত হবে। ২৫টি প্রশ্নের উত্তরের জন্য অংশগ্রহণকারীরা ২৪ ঘন্টা সময় পাবেন।
প্রশ্নের জটিলতার মাত্রা এবং বিষয়ে ভিন্নতা আনা হয়েছে। গ্লোবাল এটমিক কুইজের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এবারের আয়োজনে প্রশ্নগুলোকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে, যার প্রতিটিতে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের একটি মূল ক্ষেত্র স্থান পেয়েছে। এ ক্ষেত্রগুলো হলো- এনার্জি ও পরিবেশ, পরমাণু বিজ্ঞান, শিল্প ও পরিবহণ, স্বাস্থ্য এবং খাদ্য ও কৃষি।
১০ নভেম্বর quiz.atomforyou.comওয়েবাসাইট ভিজিট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
আগ্রহী প্রতিযোগীদের সহায়তার জন্য ওয়েবসাইটে বেশ কিছু ইনফোগ্রাফ দেওয়া আছে, যার মাধ্যমে পরমাণু প্রযুক্তির বিবিধ ব্যবহার সম্পর্কে ইঙ্গিত রয়েছে।
এ ছাড়া বাংলাদেশে আগে নিবন্ধনকারীদের জন্য লিখিতভাবে প্রায় একই ধরণের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর পাবনার ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্র ও ১১ নভেম্বর ঢাকার নভোথিয়েটারে অবস্থিত পরমাণু শক্তি তথ্যকেন্দ্র এবং ধানমন্ডির রাশিয়ান হাউজে লিখিত কুইজের অয়োজন করা হয়েছ।
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশিষ্ট বিশেষজ্ঞরা প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে বিশদ আলোচনা করবেন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ইলেকট্রনিক গ্যাজেট এবং সার্টিফিকেট।
প্রতি প্রতিযোগীকে একটি করে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। শীর্ষ ১০০ জন বিজয়ী প্রত্যেককে একটি অনন্য অ্যাটমিক পাজল উপহার হিসেবে পাবেন। তবে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার রয়েছে শীর্ষ তিন বিজয়ীর জন্য। তাদেরকে রাশিয়া ভ্রমণে নিয়ে যাওয়া হবে।
আগামী ২২ নভেম্বর কুইজের ওয়েবসাইটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।