মহিউদ্দিন সাগর, চট্টগ্রাম নগর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র্যালিতে নগর ছাত্রদলের মিছিলে মিছিলে জনসমুদ্রে পরিনত হয় কাজির দেউরী মোড় ও এর আশপাশের এলাকা।
শনিবার দুপুরের পর থেকেই ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র পূর্ব নির্ধারিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নাসিমন ভবনস্থ পার্টি অফিসকে কেন্দ্র করে ধীরে ধীরে জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড় হতে থাকে। বেলা সাড়ে ৩টার একটু পরেই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও যুগ্ম আহবায়ক মাস্টার আরিফের নেতৃত্বে নগর ছাত্রদলের একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন কলেজ, থানা, ওয়ার্ডের নেতাকর্মীদের সম্মিলিত করে জিইসি মোড় থেকে শুরু করে ওয়াসার মোড় প্রদক্ষিণ করে কাজীর দেউরী মোড়ে প্রবেশ করার সাথে সাথেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম জিয়ার নামে স্লোগানে স্লোগানে মূহুর্তেই জনসমুদ্রের গণজোয়ার ভেসে উঠে আশপাশের পুরো এলাকা জুড়ে।
সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী,উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। এসময় সেখানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে কর্মসূচীটি সফল করেন।