হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল টিটিসি’তে প্রাক-বর্হিগমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নড়াইল এর আয়োজনে টিটিসি’র হলরুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল টিটিসি’র অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি নড়াইল জেলা শাখা’র সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমান, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম, লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুর রহমান প্রমুখ।