মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মিছিলে অতর্কিত হামলা ও বিষ্ফোরক দ্রব্যের বিষ্ফোরণ ঘটিয়ে নৈরাজ্য-ভীতি সৃষ্টি, জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে আতংক, ভাংচুর ও উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদসহ প্রায় ২৫/৩০ জনকে রক্তাক্ত জখম করার অভিযোগ এনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র ও কিশোরগঞ্জ-৫ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় অষ্টগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস, সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, পূর্বঅষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া, সাবেক চেয়ারম্যান কাউছারুল আলম কাউছ, বাঙালপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া, কাস্তুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়াসহ অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার ৯৪ জন আওয়ামীলীগ নেতা-কর্মী এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের মোস্তাক মিয়া (৩০) বাদী হয়ে অষ্টগ্রাম থানায় এ মামলা দায়ের করেন। বাদী মোস্তাক মিয়া উপজেলার পূর্বঅষ্টগ্রামের বাসিন্দা মৃত ফিরুজ মিয়ার পুত্র ও অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।