বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাশকতার আশঙ্কায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক সরদার ও বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনিসহ জেলার ৩৩জন আওয়ামীলীগের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
রোববার সকালে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি বলেন, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা-কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সুপার আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে নাশকতা বা সহিংসতা চালাতে না পারে সে লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, রোববার ভোরে সাবেক পৌর মেয়র ও সাবেক জেলা আ’লীগের সদস্য আব্দুল বারেক সরদারকে তার বাসভবন থেকে আটক করা হয়।
এদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও এলাকার কিছু ঝুকিপূর্ণ স্থানে সকাল থেকেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।