গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান জাবেদ মোল্লাসহ ৫ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামীরা বিভিন্ন স্থানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালানো হয়। এসময় চন্দ্রদিঘলীয়া থেকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যু্ব ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম এবং চরগোবরা থেকে গোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. এস এম আল আমিন ও তার সহোদর সাদ্দাম শেখ এবং বিল্লাল শেখকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়। এ সময় শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখে। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।