ঢাকা
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৪

সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় বালু, মাহিন্দ্র ট্রাক্টর, পিকআপ এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।

বিজিবি জানায়, উপজেলার লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত রবিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সীমানা পিলার ২২০৭/এমপি এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মোনাইপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় বালু ৭শত ঘনফুট, বাংলাদেশী মাহিন্দ্র ট্রাক্টর-৩টি এবং পিকআপ ১টি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪৩লাখ ১৪ হাজার টাকা। এছাড়াও একই দিনে উপজেলার চানঁপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিজিবি সদস্যরা আপেল ২০০ কেজি, ভারতীয় মদ ৩৪ বোতল, চিনি ৩২৯০ কেজি, কয়লা ৩৪৫৫ কেজি এবং ০১টি মোটরসাইকেল আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৪০ হাজার ৯০০শত টাকা।

সীমান্ত এলাকায় বাসিন্দাগণের দাবী সীমান্তের চোরাচালান বন্ধ চিহ্নিত চোরাকারবারি, তাদের মদদদাতা ও সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হলে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব। কারন ঐসব চোরাকারবারিরা সীমান্ত এলাকায় চিহ্নিত।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে অর্ধকোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। আর চোরাচালান বন্ধ ও চোরাকারবারিদের দমনের জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram