শরিফ সিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও তামান্না তাসনীম যোগদান করেছেন। তিনি বিদায়ী ইউএনও একে এম লুৎফর রহমানের স্থলাভিষিক্ত হলেন। আজ রবিবার সকালে প্রথম কর্মদিবসের মধ্যদিয়ে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন।
নবাগত ইউএনও তামান্না তাসনীম ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
নতুন কর্মস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নুরুল আমিন, উপজেলা প্রকৌশলী মাইনুদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা মনিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানান এ কর্মকর্তাকে।
ইউএনও তামান্না তাসনীম জানান, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি বিধি মেনে জনকল্যাণই আমার একমাত্র প্রত্যয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।