চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫১হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক (অঃদাঃ) এ.এস.এম মাসুম-উদ-দৌলা।
জানা গেছে, টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ধারায় পেট্রল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেয়ায় মেসার্স সাগর ফিলিং স্টেশনকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়। পরে থানাহাট বাজারে অভিযান পরিচালনা করে চাল ব্যবসায়ী রাফি ট্রেডার্সে চালের মুল্য তালিকা না থাকায় ৭হাজার টাকা ও সাইফুল সুতাঘরকে নকল পণ্য সামগ্রী রাখার দায়ে ৪হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রামের সহকারী পরিচালক (অঃদাঃ) এ.এস.এম মাসুম-উদ-দৌলা এর সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনার সময় কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি কাদের বকসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন, চিলমারী’র সাব্বির রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।