মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে ফেসবুকে ভাইরাল করেছে একটি মহল। সোমবার বিএনপির প্যাডে রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে কচুয়ার সর্বত্র আলোচনার ঝড় উঠে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জানান, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। রিজভী সাহেবের স্বাক্ষর জাল করে ফ্যাসিস্টের দোসর, স্বার্থন্বেষী মহল ফেসবুকে কমিটি বিলুপ্তির কথা প্রচার করে। এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক পত্র মারফত বিষয়টি তুলে ধরেছেন।
জাতীয়তাবাদী দল বিএনপির দপ্তর থেকে রুহুল কবির রিজভী পাঠানোর পত্রের বক্তব্যে বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সর্ম্পূণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটি মহল অপ্রচার চালিয়ে যাচ্ছে। জেলা বিএনপির সভাপতির প্রেস রিলিজ এর মাধ্যমে আপনারা বিষয়টি যে ভুয়া তা অবগত হয়েছেন। কোন গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।