তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবাসহ আশিক নুর (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুল বাগানের পাশ থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের চিহ্নিত মাদক কারবারিদের সহযোগী আশিক নুর যাদুকাটা নদী সংলগ্ন এশিয়ার বৃহত্তর শিমুল বাগানের পাশে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, এএসআই আব্দুল জব্বারসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শিমুল বাগানের পাশেই তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তার কাছে ১১টি ইয়াবা ট্যাবলেট পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাদাঘাট কামড়াবন্দ গ্রামের চিহ্নিত চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীরা উঠতি বয়সী যুবকদের মধ্যে ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মাদক বিক্রি করছে। এতে করে যুবসমাজ ধ্বংস হয়ে পড়েছে। হাত বাড়ালেই মাদক পাচ্ছে যুবকরা। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির পাশাপাশি অভিযান পরিচালনা করা খুবই প্রয়োজন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলবে। কোনো ছাড় দেয়া হবে না মাদক কারবারি ও তাদের মদদদাতাদের, তারা যত বড় শক্তিশালী হউক।