গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে নিখোঁজের দুইদিন পর সর্তা খাল হতে আবু তাহের (৫০) নামক এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের কালাচাঁন চৌধুরী ব্রীজের পাশে অবৈধ পথে পাচার হয়ে আসা পাহাড়ি বাঁশের ভেলায় আটকানো অবস্থায় এই লাশ উদ্ধার হয়।
নিহত আবু তাহের উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আকবর শাহ (রা.) বাড়ির প্রয়াত আব্দুল মান্নানের ছেলে ও হযরত নিয়াজগাজী শাহ সুুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার।
নিহতের স্ত্রী জেসমিন আকতার বলেন, ‘গত শনিবার রাত ১টায় ঘুম হতে উঠে গেঞ্জি ও লুঙ্গি পড়ে ঘর হতে বের হয়। আমি ও আমার ছেলে বের হয়ে খুঁজে পাই নি। আজ (সোমবার) বিকালে লাশ উদ্ধারের সংবাদ পাই। তার মানসিক সমস্যাও রয়েছে। ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) হুমায়ুন কবির ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আমরা সাড়ে পাঁচটার দিকে সংবাদ ঘটনাস্থলে যাই। গিয়ে সর্তা খালে ভেসে আসা বাঁশের ভেলায় আটকানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি। নিহতের পরিবার লাশটি সনাক্ত করেন। নিহত আবু তাহের বাড়ি ঘটনাস্থল হতে প্রায় এক কিলোমিটার দূরে। তার বাড়ির পাশ দিয়ে এই খাল বয়ে গেছে। ধারণা করা হচ্ছে খালে পড়ে তার মৃত্যু হয়। জোয়ারের পানিতে লাশটি ভেসে এসে কালাচাঁদ সেতুর পাশে বাঁশের ভেলায় আটকিয়েছে। আজ (সোমবার) দুপুরে নিহতে স্ত্রী এসে নিখোঁজের জিডি করে গেছেন। পরিবারের তথ্য ও চিকিৎসার ব্যবস্থাপত্র হতে জানা যায় তিনি দীর্ঘ ৬বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে আইনী প্রক্রিয়ার মাধ্যমে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
নিহত আবু তাহের একজন কোরআনের হাফেজ। তিনি ২০০১ সালে গহিরা আলিয়া মাদ্রাসা হতে কামিল পাশ করেন। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক।