মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, বিএনপির হাতেই দেশ ও জনগন নিরাপদ।
সোমবার (১১ নভেম্বর) বেলা ২টার দিকে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো বিএনপির দুর্গখ্যাত মাটিরাঙ্গায় ভয়হীন পরিবেশে বড় কোন জনসমাবেশে বক্তব্য রাখলেন ওয়াদুদ ভূইয়া। সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে থাকে। বেলা ১১টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কোথাও তিল ধারনের ঠাঁই ছিলনা।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধূরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশারফ হোসেন ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টে যে কোন ধরণের চক্রান্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।