মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছে। এসময় প্রাইভেটকারে থাকা অপর তিনজন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে চালকের মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পর অপর একজন মারা গেছে।
আহতদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। আহত তিনজনের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহতরা হলেন প্রাইভেটকার চালক তারেক এবং যাত্রী রিয়াদ। তারেকের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় এবং রিয়াদের বাড়ি একই উপজেলার তুজারভাঙ্গা গ্রামে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশের ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে খুলনা গামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ঘটনাস্থলে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় প্রাইভেটকারটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক তারেক নিহত হয়। আহত অবস্থায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে রিয়াদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই প্রাইভেটকারটিতে পাঁচজন ছিলেন।
ওসি শেখ নুরুজ্জামান চানু আরো জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।