বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রচার অভিযান শুরু করেছে ছাত্রদল। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন জেলা ছাত্রদল ও প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাদকবিরোধী মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে প্রফুল্ল চন্দ্র কলেজ মাঠে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আল মামুন, আল ইমরান, মাহিন হাসনাইন, রাফি রহমান, শেখ আকিব আহসান, রোহিত হালদার, সোহানুর রহমান মোল্লা, সুব্রত মজুমদার, শীলন হাওলাদার, ফয়সাল হোসেন, স্বপ্নীল শিকদার, তাওহীদ আবেদী প্রমুখ।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বিগত সরকারের আমলে বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দিয়েছিল। নতুন বাংলাদেশে যাতে আর কোন শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকে না যায় সে লক্ষ্যে আমরা মাদকবিরোধী প্রচার অভিযান শুরু করেছি। মাদককে না বলুন স্লোগানকে সামনে রেখে আমাদের এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।