শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় তমাল বিশ্বাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের কাশিমনগর নতুন মাছকাটার সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত তমাল উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বাসিন্দা তারক বিশ্বাসের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তমাল মোটরসাইকেল যোগে মামার বাড়ি গোয়ালবাথানের উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলার কপিলমুনির কাশিমনগর নতুন মাছকাটা সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক তমাল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়লে তার মাথা ও মুখ থেতলে যায়।
তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে নিহতের পরিবার পুলিশকে কিছু না জানিয়ে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করেছে। তবে এ ঘটনায় সীমান্তবর্তী তালা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।