

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসাবে মঙ্গলবার (১২ নভেম্বর) যোগদান করেছেন ডিআইজি ড. মো: নাজমুল করিম খান।
নাজমুল করিমকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অন্যায়ভাবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিলো। তখন তিনি সিআইডি ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন। গত ২৭ আগষ্ট নাজমুল করিম খানের চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার।
নাজমুল বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি চাকরিতে যোগ দেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

