শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চৌকি বসিয়ে পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, পঞ্চাশ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশের চৌকস টিম।
বুববার দুপুর আড়াইটার দিকে বাঁশখালী প্রধানসড়কের পুঁইছড়ি পুটখালী ব্রিজের দক্ষিণে অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মো. আরিফ (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন পৃথক অভিযানে পঞ্চাশ লিটার দেশীয় চোলাইমদসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানাধিন মোহাম্মদ আইয়ুব (২৪) ও মো. হাসান (৩২)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার ও পৃথক অভিযানে পঞ্চাশ পিস ইয়াবাসহ অপর দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।'
বৃহস্পতিবার দুপুরে আসামীদের কে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।