শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: “ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” এই প্রতিপাদ্য কে ধারণ করে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী ডায়াবেটিক সমিতির দুই দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে র্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মধুবন চত্বর থেকে র্যালীর যাত্রা শুরু করে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার বাসস্ট্যান্ড ও রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মধুবন চত্বরে শেষ হয়।
র্যালী পরবর্তী মধুখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মৃধা আঃ রাজ্জাকের সভাপতিত্বে ও সমিতির নির্বাহী সদস্য সঞ্জিব রায়ের সঞ্চালনায় মধুবন শপিং মলের ৩য় তলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ এরফানুর রহমান। বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ মৃধা, মোঃ শাহীনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন, মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্যা, পরিচালক মৃধা বদিউজ্জান বাবলু, নির্বাহী সদস্য হাজী আঃ মালেক সিকদার, মুন্সি আকতার হোসেনসহ প্রমুখ।
দুই দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং দ্বিতীয় দিন শুক্রবার (১৫ নভেম্বর) মসজিদভিত্তিক সচেতনতামূলক আলোচনা।