সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘সত্যের জয় অনিবার্য সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগানকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দলের এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার হেডম্যান-কার্বারী এসোসিয়েশন অডিটোরিয়ামে হলে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানের জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে শুরু হয় ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন।
এসময় নিজেদের ঐতিহ্য পোশাক পরিধানে পাশাপাশি বাদ্যযন্ত্র সুর বাজিয়ে অংশ নেন বিভিন্ন পাড়া থেকে অসংখ্য নারী-পুরুষ সমর্থকরা। পরে সংগঠনটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দীঘিনালা উপজেলায় শাখার সভাপতি যতীন বিকাশ চাকমা সভাপতিত্বে অন্যদের মধ্যে দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বাঘাইছড়ি শাখার সংগঠক প্রত্যয় চাকমা, বৃহত্তম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সংঘঠক নিকশন চাকমা, সমীর চাকমা, শান্তি লোচন চাকমা প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য তিন জেলায় ১১টি জাতিসত্তা অস্তিত্ব থাকলেও সুযোগ-সুবিধাসহ সবকিছু বঞ্চিত রয়েছে। তাছাড়া পার্বত্য এলাকায় দেশের স্বাধীন সার্বভৌমত্ব পাওয়ার পরও জুম্ম জাতি এখনো অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত। তাই পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে ইউপিডিএফ গণতান্ত্রিক পতাকার তলে আসার আহ্বান জানানো হয়।’ বক্তারা আরো বলেন, পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে না করে পাহাড়ে শান্তি ফেরানো সম্ভব নয়, এই অধিকার আদায়ে ইউপিডিএফ গণতান্ত্রিক কাজ করছে।