মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাও. সাইয়েদ আহমেদ।
বারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার ইউসুফের সভাপতিত্বে হাফেজ আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ইয়াছিন করিম, সোনাইমুড়ী উপজেলার নায়েবে আমির রহীম উল্লাহ বিএসসি, সেক্রেটারি মাও. আবদুল্লাহ বাকের, ইসলামী ছাত্রশিবির জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের মানুষ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তাই জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।