তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর প্রি-ওয়ার্ক জরিপ কাজ সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন হাওরে অত্যাধুনিক প্রযুক্তি সার্ভে মেশিন আরটিকে ব্যবহার করে প্রি-ওয়ার্ক জরিপ কাজ শুরু হয়েছে।
আর জরিপ কাজ সমাপ্ত করতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলে জানিয়েছেন পাউবো কর্মকর্তারা। আর দুর্নীতিবাজ, সুবিধাবাদী ও বিতর্কিতদের সুযোগ না দিয়ে নির্ধারিত সময়েই ফসল রক্ষা বাঁধ নির্মাণ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ।
হাওরে জরিপ কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট এর মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোহাম্মদ আবুল হাসেম, তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।
উপজেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ নির্মাণের হাওর গুলো হলো- শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া হাওর, বর্ধিত গুরমা হাওর ও বর্ধিত মাটিয়ান হাওর।
শনির হাওর পাড়ের উজান তাহিরপুর কৃষক জামিল মিয়া বলেন, হাওর থেকে দ্রুত পানি সরে গেলে আমাদের জন্য সুবিধা বেশি, তাড়াতাড়ি বোরো ধানের চারা রোপণ করতে পারব আর দ্রুত ফসল কাটতেও পারব। তার জন্য পানি উন্নয়ন বোর্ড হাওরের পানি সড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মাটিয়ান হাওর পাড়ের কৃষক রফিক মিয়া জানান, পানি দ্রুত হাওর থেকে সড়ে গেলে এক ফসলী বোরো ধানের চারা রোপণ কাজ ২০ দিন এগিয়ে যাবে। যার ফলে আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবো।
উপজেলা কৃষক নেতা মেহেদী হাসান উজ্জ্বল জানান, ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বাস্থবায়ন কমিটিতে কোনো ভাবেই সুবিধাবাদী, ধান্দাবাজ, বাটপার ও ফ্যাসিস আ,লীগ সরকারের প্রেতাত্মা এবং তাদের সহযোগীরা কোনো ভাবেই যেন থাকতে না পারে তার জন্য দায়িত্বশীলদের কে কঠোর নজরদারি রাখতে হবে। তারা থাকলেই কাজে অনিয়ম দুর্নীতি করে বিতর্কিত করবে আর ক্ষতির মুখে পরবে কৃষক।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে সার্ভে মেশিন ‘আরটিকে’ ব্যবহার করে প্রি-ওয়ার্ক জরিপ কাজ চলছে। ১৪০ কিলোমিটারের মধ্যে ৪১ কিলোমিটারের সার্ভের কাজ হয়েছে। আশা করছি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল হাওরের সার্ভে কাজ শেষ করে স্কীম প্রণয়ন করা সম্ভব হবে।