শাজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুমারপাড়া যুগান্তর সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষার ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০ঃ৩০ মিনিটে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া ঈদগাহ ময়দানে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। যুগান্তর সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপ্তারা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোশারফ মেম্বার।
উক্ত ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ এনায়েত হোসেন,দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক গাজী আহসানুল্লাহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাজীব।
ঝংকার সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সোহাগ যুগান্তর সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেন বলেন, গড়বো সমাজ, গড়বো দেশ, আমারাই আগামীর বাংলাদেশ। তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ এই স্লোগান নিয়ে আমরা দেশের মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে যেতে চাই। এ সংগঠনে প্রায় ১০০ জন সদস্য রয়েছে যারা স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে।