খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌরসভার সড়ক প্রশস্ত করনে সরকারি জমি অবৈধ দখল কারিদের হতে মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে নলছিটি পৌরসভার মল্লিকপুর থেকে সূর্য্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে উচ্ছেদ অভিযান শুরু করেন নলছিটি উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,পৌরসভার সহকারী প্রকৌশলী মো:আবুল হোসেন এবং স্থানীয় সেচ্ছাসেবীরা ।
রাস্তাটি সংস্কার করা হলে দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে।
নলছিটি পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত সংস্কার এবং প্রশস্ততা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ।