মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশ ঘিরে বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি এক পর্যায়ে বিশাল জনসমাবেশে রুপ নেয়।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরি তুহিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল আলম।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জিয়া পরিষদ নীলফামারীর আহ্বায়ক আবু সাদেক চৌধুরি লুলু, জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরি, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরি, ভোগডাবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম (কালু) প্রমুখ।
জনসমাবেশে উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি দশ ইউনিয়ন থেকে হাজার হাজার যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল, বিএনপিসহ এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানায়, সমাবেশে প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতি হয়েছে।