বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে এস.আলম বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল গুনাগরি নাথ পাড়ার মৃত বিপিন চন্দ্র ধরের পুত্র।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বণিকপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও বণিকপাড়া টেক এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী এস. আলম বাস সার্ভিস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অবিনাশ ধর নামে এক পথচারী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি বলেন, ‘বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরমুখী এস.আলম বাসের সামনের অংশের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই পথচারীর মৃত্যু হয়। সকালে সরকারী জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।'
এ ঘটনায় নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরতের চেষ্টা করছে। পরিবার লিখিত আবেদন করলে লাশ তদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।