এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সাংসারিক কলহ ও অভাব অনটনের জের ধরে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর বেলা উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার গ্রামের উত্তর মন্ডল পাড়ায়।
গ্রামবাসীরা জানায়, উত্তর শালন্দার গ্রামের আব্দুর রাজ্জাক এর স্ত্রী সালমা বেগম, চার পুত্র সন্তানের সংসারে অভাব অনটন ও আর্থিক দৈন্যতা লেগেই থাকত। এ নিয়ে পরিবারে সদস্যদের মাঝে ঝগড়া-বিবাদ সংগঠিত হত প্রায় সময়। সোমবার ভোর বেলায় আব্দুর রাজ্জাক বাড়ির গোয়াল ঘর থেকে গরু ছাগল বের করে বাড়ির বাইরে বেঁধে রাখে। প্রতিবেশী রেজাউল সকালে বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড়ে সিন্দুর গাছের ডালের সাথে রাজ্জাককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের মধ্যে জানাজানি হলে চন্ডিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়। রাজ্জকের স্বজন রুহুল আমিন থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রাজ্জাক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করত এবং গ্রামবাসীরা অবহিত করেছেন।