কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে কাপাসিয়া উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি-টিলা থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে ৯টি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রায়েদ ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় মাটিসহ ৯টি ড্রাম ট্রাক ও ৩ জন চালককে আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নূরুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাটি কাটা ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি মোতাবেক ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারায় মোট তিনটি মামলায় এক লক্ষ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নাজমুল হাসান, পারভেজ মিয়া ও রাকিব হোসেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান, কৃষিজমি, পুকুর, টিলা থেকে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইট ভাটায় সরবরাহের সময় এলাকাবাসীর সহযোগিতায় ৯টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।