মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ইউএসএআইডি'র অর্থায়নে শুরু হতে যাওয়া জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় কৃষি খাতে ২২ হাজার পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক। ১৮০০ পরিবারের আশ্রয়ের জন্য ৪০টি ঝড় সহনশীল ভবন নির্মাণসহ ২ হাজার পরিবারকে পানির ট্যাংক বিতরণ করবে বেসরকারি সংস্থা ব্র্যাক।
সোমবার বিকেল ৩টার দিকে দুর্যোগ প্রবণ এ এলাকায় 'উদ্যম' প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
স্বাগত বক্তৃতা করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিস আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির ও নবলোক'র সহকারি পরিচালক মোস্তফা কামাল। প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাকের প্রকল্প সমন্বয়কারী শারমিন সুলতানা যুথি, হিমাংশু দেব দত্ত রায়, পল্লব রায় ও সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (কৃষি) মো. লষ্কার শফিউল আলম।
ব্র্যাকের বাস্তবায়নে এ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ উপজেলায় ২ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে পানির ট্যাংকি বিতরণ ও প্রায় ১৮০০ পরিবারের আশ্রয়ের জন্য ৪০টি ঝড় সহনশীল আবাসিক ভবন নির্মাণ করা হবে।