কফিল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে ৩০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান এর নেতৃত্বে রবিবার (১৭ নভেম্বর) ছাগলনাইয়া থানাধীন ছাগলনাইয়া পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ফেনী জেলার ছাগলনাইয়াধীন জয়চাঁদপুর গ্রামের অলী মিস্ত্রি বাড়ির আলী হোসেনের পুত্র আনোয়ার হোসেন (২৪) কে গ্রেফতার করে।
এ সংক্রান্ত থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে গতকাল প্রেস ব্রিফিং করেন ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।