সাব্বির হোসেন, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল বাজারে যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ী ও জনসাধারণ। অটোরিকশা এবং সিএনজি পার্কিংয়ের ফলে প্রায় প্রতিদিনই জ্যাম লেগে থাকে উপজেলা সদরে। এতে করে যেমন ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারতেছেন না, ঠিক তেমনি ভাবে স্কুল-কলেজে যাতায়াত করা ছাত্র-ছাত্রীরা পড়েন দুর্ভোগে।
জানা যায়, বিগত দিনে মূল সড়কে পার্কিং না করার নির্দেশনা থাকলেও বর্তমানে কয়েকটি প্রভাবশালী মহল প্রতি গাড়ি থেকে টাকা নিয়ে মূল সড়কে সিএনজি অটোরিকশা পার্কিং করে বিভিন্ন রোডে সিরিয়াল দিচ্ছেন। অভিযোগ রয়েছে ভর্তি এবং সিরিয়ালের নামে বাণিজ্যেরও।
বাহুবল বাজারের ব্যবসায়ী সালেহ আহমেদ আবিদ জানান, সিএনজি অটোরিকশার পার্কিংয়ে আমরা অতিষ্ঠ। বিগত দিনে প্রশাসনের অভিযান চোখে পড়লেও বর্তমানে নিরব দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছে।
আরেক ব্যবসায়ী জানান, চাহিদার তুলনায় প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটোরিকশা বেড়েই চলছে। যদি এখনই থামানো না যায়, তাহলে পরবর্তীতে গলার কাঁটা হয়ে দাড়াবে এবং বাহুবলে বিদ্যুৎ সরবরাহের প্রভাব পড়বে।