হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি উপজেলার গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গৌরীপুর হাটচান্দিনা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার (২৫) উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাট চান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মোঃ মাসুমের স্ত্রী।
নিহতের মা নূরজাহান বেগম এবং বড় বোন তাসলিমা আক্তার জানান, শামীমা আক্তারের স্বামী মো. মাসুম ৪/৫ জনকে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। মো.মাসুমসহ তার বন্ধুরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলামসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী জানান,"প্রাথমিকভাবে হত্যা সম্পর্কে বলা সম্ভব হচ্ছে না। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।