মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সুশিক্ষাই পারে দেশকে দুর্নীতিমুক্ত করতে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী যখন সরকারি-বেসরকারি খাতে চাকরি ও দেশ পরিচালনার দায়িত্ব নেবে তখন দুর্নীতি করার মানসিকতা থাকবে না। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সততা, নিষ্ঠাবোধ ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী প্রমুখ বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মানিক মিয়া, গোমতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহ-প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।