চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় তোফজুল (৭৪) নামে আরও একজন মারা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তোফজুল।
এ ঘটনায় এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হলো। এর আগে গতকাল রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুস সাত্তার। তোফজুল রাধানগর ইউনিয়নের ফুলবাড়ি লালপুকুর গ্রামের মৃত. শামসুদ্দীনের ছেলে।
বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার একটি বিলে খাস জমি দখল নিয়ে রফিকুল ইসলাম গ্রুপ ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ লাঠিসোঠা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তোফজুল ও আব্দুস সাত্তার মারা যায়। তারা দুজনেই সাইদুর গ্রুপের সমর্থক।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় থানায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের কেউ মামলা করেনি। তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’