ঢাকা
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:২৬
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৪

ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এএসএম  আমানুল্লাহ বলেছেন—বিগত দিনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, দেশের শিক্ষাখাত ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের বোজা এখন আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছি যাতে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে দ্রুত সংস্কার করে জাতিকে আলোর মিছিলে নিয়ে আসতে পারি।

শনিবার( ২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ইলিয়টগঞ্জ ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের একাদশ শ্রেণির  শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-আচার্য( ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববুদ্যালয়ের আরও ভিসি বলেন, আমাদের পূর্ব পুরুষরা ৫২ বছর আগে দেশ স্বাধীন করেছিল। আর ২০২৪ সালে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধরা দেশের পরাধীনতার শৃঙ্খল থেকে তাদের জীবন দিয়ে আমাদের মুক্ত করেছে। আমাদের এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ। আমরা প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে তাদের ত্যাগের কথা স্মরণীয় করে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের স্মৃতিফলক নির্মাণ করার পদক্ষেপ নিয়েছি। সেই সঙ্গে প্রত্যক শহীদ পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখা টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন,  আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ট্রেড কোর্স চালু করবো। যাতে শিক্ষা জীবন শেষ করে দেশ- বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো চাকরি করতে পারে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য পড়ালেখার বিকল্প নেই। তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তোমরাই আগামীর ভিসি হবে, তোমারই হবে আগামীর প্রধানমন্ত্রী, তোমরাই হবে আগামীর উজ্জ্বল নক্ষত্র। 

এছাড়াও তিনি এই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের দাবির প্রেক্ষিতে ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজকে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলামি সংস্কৃতিসহ মোট ৮ টি বিষয়ে স্নাতক শ্রেণিতে অধিভুক্ত করার ঘোষণা দেন। পর্যায়ক্রমে এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।

প্রথম অধিবেশনের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলায়ত করার মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ করা হয়েছে।

এতে স্বাগত বক্তব্য দেন— ইলিয়টগঞ্জ ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— কলেজের গভর্নিং বডির সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ডা. শরিফুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল ইসলাম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পরিদর্শক মো. জহিরিল ইসলাম, 

দাউদকান্দি পৌরসভার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram