রাজীবপ্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন শিক্ষার্থী।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের চায়না কারখানার সামনে এমন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থল সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এঘটনায় নিহত তিনজন হলেন, মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ছয়টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৬০ জনকে নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তরপেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিল। সকাল সাড়ে ৯ টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে ১জন ঘটনাস্থলেই মারা যায়। দুজন হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, ইতিমধ্যে শ্রীপুর থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।