বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম।
রবিবার রাত সাড়ে ৮টার সময় পৃথক অভিযানে পুলিশ পরিদর্শক পেয়ার আহমদের সঙ্গীয় ফোর্স তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. হোসেন (৫০) কে পুঁইছড়ি এলাকা হতে এবং সেকেন্ড অফিসার (পুলিশ পরিদর্শক) কামরুল হাসান কায়কোবাদের সঙ্গীয় ফোর্স মিয়ার ববাজার এলাকা হতে একবছর সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম (৩২) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী মো. হোসেন উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বসিরা বাপের বাড়ীর মৃত ফরিদ আহমদের পুত্র। অপর আসামী ইব্রাহীম বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার পুত্র।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, 'মোহাম্মদ হোসেন একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী। সে তিন বছর ধরে পালিয়েছিল। অপরজন মো. ইব্রাহীম জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী। সে একবছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। উভয় আসামী এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'