ঢাকা
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৫১
logo
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৪

আত্মপরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণে সূফিবাদীদের ঐক্যের বিকল্প নেই: নুর মোহাম্মদ রানা

এস এম আকাশ, ব্যুরো প্রধান, চট্টগ্রাম: বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও সুফি গবেষক নুর মোহাম্মদ রানা বলেছেন, আত্মপরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণে সূফিবাদীদের ঐক্যের বিকল্প নেই। ২৬ নভেম্বর চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। সংগঠনের মহাসচিব ইসলামী চিন্তাবিদ মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী, পীরে তরিকত আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জামান আমেরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর জিএম (মার্কেটিং) আলহাজ্ব মো: আবদুর রহিম, শাহজাদা মাওলানা আশেকুর রহমান হাফেজনগরী, ইতিহাসবিদ সোহেল মো: ফখরুদ দীন, সমাজসেবক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, শাহজাদা মাওলানা মতি মিয়া মনছুর, শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, শাহাজাদা মাওলানা ছালেকুক মওলা, শাহাজাদা সৈয়দ রেজাউল করিম এয়াকুবী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন মিয়াজী, মোহাম্মদ নেজাম, সাংবাদিক মুহাম্মদ ইছমাইল, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, সাংবাদিক আয়ুব মিয়াজী, সংগঠক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, ছাত্রনেতা নূর রায়হান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, ত্যাগ, পরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণের মাধ্যমে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন। একইসাথে খোদা প্রদত্ত নবী করিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে এসে তাসাওউফের শিক্ষা চর্চা, অনুসরণ ও অনুকরণ অত্যন্ত জরুরী। তাসাওউফ চর্চার নামে শরীয়ত ত্বরিকতের বিরুদ্ধে অবস্থানকারীদের সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধে আমরা বদ্ধপরিকর। আজ দেশে বিদেশে একটি গোষ্ঠী ইসলামী তাহজীব তামুদ্দুনকে ধ্বংস করার জন্য নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় শান্তিপ্রিয় সূফিদর্শনে বিশ্বাসী ঈমান-আক্বিদায় পরিপূর্ণ জনগোষ্ঠীকে প্রতি মুহুর্তে সজাগ থাকতে হবে। ধর্মীয় মূল্যবোধ বিরোধী সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় গঠিত বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম দেশের প্রত্যন্ত অঞ্চলে সুফিবাদী ঘরনকার পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ করার নিমিত্তে কাজ করে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রায় সকলকে এক ও অভিন্নসুরে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একটি চিহ্নিত গোষ্ঠীকর্তৃক ওলি আউলিয়ার মাজার ভাংচুর, ধর্মীয় উপসনালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের নিকট জোর দাবি জানান এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে সহানুভূতিশীল হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram