ঢাকা
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৪

দীঘিনালায় জাতিসংঘের কৃষিপ্রণোদনা পেল ৫০০ কৃষক

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় পূর্বাঞ্চলে গেল বন্যা আক্রান্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও আর্থিক সহযোগী করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১২টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্বাধীনতা মঞ্চে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। 

বিতরণকালে বক্তারা বলেন, ‘পূর্বাঞ্চলে গেল বন্যায় চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে আক্রান্ত চাষীদের মাঝে এসকল প্রণোদনা বিতরণ করা হয়েছে৷ এর মধ্যদিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ফসলে সংকট নিরসন হয়ে খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব হবে৷ বক্তারা  আরো বলেন, স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় বিবেচনায় তামাক চাষ বন্ধে সামাজিক আন্দোলন ও প্রচারণা জোরদার করতে সবাইকে আরো সচেতন হতে হবে৷’

এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রোগ্রামার লাথুইনু মারমা, ইউএনভি রাকেশ শামস প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসের সূত্র জানান, দুইদিনব্যাপি বিতরণ কার্যক্রমে প্রথমদিনে ২৫০ জন কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। Food and Agricultural Organisations of the United Nations এর অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ বিরতণ কার্যক্রমের আওতায় বন্যায় ৫০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ-সার, নানান পদের কৃষি সরঞ্জাম ও নগত আর্থিক সহযোগীতা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram