ঢাকা
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:১৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৪

গৌরীপুরে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃখননের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি পেশ

গৌরীপুর (ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের বালুয়া খালের অবৈধ দখল, খালের উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচা ল্যাট্রিনের ময়লায় পানি দূষণরোধে এবং খালের বক্সকালভার্ট নির্মাণের পায়তারা বন্ধকরণ ও খাল পুনঃখননের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (২৭ নভেম্বর) পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে ‘গৌরীপুর পৌরবাসী’ ব্যানারে সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, মৎসজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

বক্তরা বলেন, দখল ও দূষণের কারণে বালুয়া খাল দিন দিন ছোট হয়ে আসছে। প্রতি বছর বর্ষায় খালের দু’কূল পানিতে ছাপিয়ে খাল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় খাল সংলগ্ন এলাকাবাসীকে। অপরিকল্পিত ভাবে খালের মাটি কাটার কারণে খাল সংলগ্ন সড়কের পাশে প্যালাসাইটিং ধ্বসে পড়ে সড়কে ভাঙন দেখা দিয়েছে। আমাদের দাবি দখল ও দূষণ রোধ করে বালুয়া খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খাল পুনঃখনন প্রয়োজন।

তারা আরও বলেন, খালের ভিতরে বক্স কালভার্ট নির্মাণ করায় হাজার হাজার একর জমিতে জলাবদ্ধতার কারণে  আমন মৌসুমে ফসলি খেত তলিয়ে যাচ্ছে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় পৌর শহরের সতিষা, পূর্বদাপুনিয়া, পশ্চিমদাপুনিয়া, মাস্টারপাড়া, নিমতলী, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ, নওয়াগাঁও, গোপীনাথপুর, ২নং গৌরীপুর ইউনিয়নের সাতুতী, ইউসুফাবাদ, ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া এলাকায় জলাবদ্ধতা শিকার হচ্ছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বালুয়াপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী সো. শফিকুল ইসলাম, এনজিও কর্মকর্তা মো. হাবিবুর রহমান জনি, মো. আল-মামুন, ডা. বুলবুল আহমেদ, ইসলাম উদ্দিন, মো. রমজান মিয়া, মো. লেবু মিয়া, মো. আবুল কালাম, মো. আব্দুল কাদির, মো. নূরুল হক, মো. আবুল কাশেম, মো. খায়রুল ইসলাম, বিকাশ চন্দ্র দাস, মো. আজিজুল হক, মো. শামসুদ্দিন, মো. আয়নাল হক, রিয়াজুল ইসলাম শুভ প্রমুখ।

মানবনন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করে। সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, বালুয়া খালের দখল, দূষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে স্মারকলিপি পেয়েছি। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram