কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি'র দুটি গ্রুপ একই স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাসন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকার আদেশ জারি করে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত পত্রে এই আদেশ জারি করা হয়।
উপজেলা প্রশাসনের জারি করা পত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে স্থল বন্দরের একই স্থানে সভা আহবান করে দুটি গ্রুপ। এতে উত্তেজনা বিরাজ করে। যে কোন অনাকাংখিত পরিস্থিতি এড়াতে ভূরুঙ্গামারী উপজেলা জুড়ে ১৪৪ ধারা বলবৎ থাকার কথা জানানো হয়। এসময় ভূরুঙ্গামারী উপজেলায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার এর নেতৃত্বে ব্যবসায়ীদের একটি অংশ সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির এক জরুরী সাধারণ সভায় অংশ নিয়ে গতকাল বুধবার বিকেলে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এই খবরে কুড়িগ্রাম জেলা বিএনপির একটি গ্রুপ বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বুধবার রাতে সোনাহাট স্থলবন্দরে এসে আজ বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন এবং একই স্থানে সভা আহবান করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সংঘাত এড়াতে ও শান্তি শৃংখলা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকেই এ আদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওই সময় উল্লেখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরণের সভা-সমাবেশ করা যাবে না। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।