ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ডামুড্যায় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডামুড্যা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনউদ্দিন। অনুষ্ঠিত স্মরণ সভা সঞ্চালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক।
সভায় শহীদদের পরিবারে সদস্য ও আহতদের আবেগঘন বক্তব্যে সভাস্থল ভারাক্রান্ত হয়ে উঠে। তাদের কান্নায় সভাস্থলের সকলের দৃষ্টি অশ্রুস্নাত হয়ে উঠে। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কনেশ্বর ইউনিয়নের শহীদ রাজিব হোসেন, ডামুড্যা পৌরসভার ০৫নং ওয়ার্ডের শহীদ নূর হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফেজুর রহমান মানিক, ডামুড্যা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সহ সম্পাদক রেজাউল করিম শ্যামল বেপারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম প্রমুখ।