রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং অপর আরেকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মো. রাকিব (২১) সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ২নং ওয়ার্ডস্থ হাজারখীল এলাকার রাজমিস্ত্রী নুরুল ইসলামের ছেলে। আহত আরিফ (২১) একই এলাকার জামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী। রাকিব ও আরিফ এবং আরও দু’জন বন্ধু ছিল তাদের সাথে। ঘটনার সময় বাড়ি থেকে দু’জনে দুটি মোটরসাইকেল নিয়ে আমিরাবাদে একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। সাথে ছিল গিফট। যাওয়ার পথে দ্রুতগামী একটি ঈগল বাস ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে রাকিব প্রাণ হারায়। আহত আরিফকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।