ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৪

রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৫ হাজার মানুষ

মল্লিক মোঃ জামান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম’র উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত প্রায় ৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান, প্রফেসর সামিউল ইসলাম সামী, অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, অধ্যাপক আব্দুল মোক্তাদির, গ্রাম্য ডাক্তার কমিটির সভাপতি মোঃ কবির হোসেন, বিএনপি নেতা এশতেহার আলম, শামীম হাসান তিতাস, সরদার অজিয়ার রহমান, তরফদার জিল্লুর রহমান, মহিলা দলের সভানেত্রী লুৎফুন নাহার, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।

এ ক্যাম্পে স্থানীয়সহ বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র এবং নানা শ্রেণি পেশার প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ ও শিশুরা ফ্রি চিকিৎসা সেবা নেয়। এ সময় তাদের মাঝে ওষুধও বিতরণ করা হয়। এ মেডিকেল ক্যাম্পে ডাঃ এনামুল, ডাঃ প্রিন্স, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব খুলনা বিভাগের নেতৃত্বাধীন ডেন্টাল, ওরাল ক্যান্সার, ঠোট কাটা, গাইনি, সার্জারী, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ প্রায় ২০ জন চিকিৎসক ছিলেন।

চিকিৎসা নিতে আসা সেকেন্দার আলী, তফুরা বেগম, বেবি বেগম, নুরুন্নাাহার, ইলিয়াস শেখসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেনা। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন আমাদের জন্য বড় ধরণের উপকার হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সবসময় এমন সেবা দেয়ার পাশাপাশি হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। মেডিকেল ক্যাম্প ছাড়া ও মানুষের পাশে থাকবো এবং তাদের যেই সমস্যা ও প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করবো।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে সহায়তা সহযোগিতা করে ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও সুন্দরবন ডায়াগনস্টিক সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইসমাইল মোল্লা খোকন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram