লালপুর (নাটোর) প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে লালপুর শ্রী সুন্দরী হাই স্কুল থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর ত্রি-মোহনীতে প্রতিবাদ সভা করেন তারা।
এতে বক্তব্য রাখেন লালপুর বাজার মসজিদের ইমাম জিয়াউর রহমান, ডেবরপাড়া মসজিদের ইমাম আবু হানিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল বাকী, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান প্রমূখ।
এসময় বক্তরা বলেন, উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করা না হলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে। আমরা অসাম্প্রদায়িক জাতি। এ ধারা বজায় রাখতে হলে ইসকনকে নিষিদ্ধ করা জরুরি। এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।