চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে চিলমারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আলেম-ওলামা ও ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসুল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ ইসকন নিষিদ্ধের দাবি করেন তারা।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ আছর থানাহাট বাজার জামে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, থানাহাট বাজার মসজিদের ইমাম মুফতী আব্দুল ওয়াজেদ, মাওঃ আব্দুস সালাম, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর প্রতিনিধি সাফিন সাজ্জাদ, আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহম্মেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মেইড ইন ইন্ডিয়া লেখা কোনো পুতুল আর বাংলাদেশে নাচবে না, নাচাতে দেয়া হবে না। এই খুনি হাসিনাই ছিল ভারতের নাচানো শেষ পুতুল। জুলাই বিপ্লবে ছাত্রজনতা খুনি ফ্যাসিস্ট হাসিনা কে পালাতে বাধ্য করেছে। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। প্রয়োজনে রক্ত আরও দেয়া হবে, তারপরও হাসিনার দোসরদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না এ দেশে।
তারা আরও বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে চিন্ময় প্রভু নামে কুলাঙ্গার কে ফাঁসিতে ঝোলাতে হবে। পাশাপাশি তাদের সহযোগীদের ফাঁসি কার্যকর করতে হবে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে সম্মুখে ফাসিতে ঝুলাতে হবে।