জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: চট্টগ্রামে ইস্কন সন্ত্রাসীদের হামলায় মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে খুনের ঘটনায় ইস্কন নিষিদ্ধ ও দোষীদের দ্রুত বিচার দাবিতে ফেনীর সোনাগাজীতে হেফাজতে ইসলামের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন।
হেফাজতে ইসলামের উপজেলা সিনিয়র সহসভাপতি মুফতি মাও. আবদুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাও. নুরুল আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মুফতি মাও. নিজাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাও. হেদায়েতুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী হাফেজ হিজবুল্লাহ, সোনাগাজী কলেজ জামে মসজিদের খতিব মুফতি আবদুল হান্নান প্রমূখ।