রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়। তারা পালিয়ে থেকে দেশে-বিদেশে বাংলাদেশকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। তাদের থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। স্বৈরাচারের দোসররা পালিয়ে থেকে অনলাইনে বিভিন্ন সময় গুজব রটাচ্ছে, গুজবে কান দেয়া যাবে না। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে। এদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। ছাত্র-জনতার এ অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠন করতে হবে।
তিনি আরো বলেন, আমি বিভেদের রাজনীতি বিশ্বাস করিনা। আগামীর ৩ মাসের মধ্যে সকল ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। আমাদের সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। বিগত সময় যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিল তাদের সাথে কোন আপোষ করা হবে না। কোনভাবেই স্বৈরাচারের দোসরদের দলে অন্তর্ভুক্ত করা যাবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে রামপাল-মোংলার সবাইকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। কেউ কোনভাবে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিচালিত হবে। তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বড়দিয়া হাজ্বী আরিফ (রঃ) মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা লাইন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম’র সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা শাহাজালাল গাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।
মতবিনিময় সভায় সকল ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।