এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, দলের দুর্দিনে মামলা, হামলা, নির্যাতনের স্বীকার ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। তারা প্রথম সারিতে থাকবে। গত ৫ আগস্টের পরে হাইব্রীড সুবিধাভোগী দলের ভীড় করা কর্মীরা পিছনের সারিতে থাকুন। বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে গ্রুপিং ভুলে গিয়ে কর্মীদের একত্রিত হয়ে দলকে সু-সংগঠিত করতে হবে।
এ কর্মীসভাকে ঘিরে দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে সমবেত হয়। এক সময় কর্মীসভাটি কানায় কানায় ভরে গিয়ে জনসভায় রুপ নেয়।
শুক্রবার বিকেল ৫টায় রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন ছামাদ, সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার মোল্লা, আসাদুজ্জামান মিলন, পিরোজপুর জেলা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আব্দুল ছালাম বাতেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রামচন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান, এ্যাডভোকেট আব্দুল মান্নান খান, এ্যাডভোকেট কাজল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার ফজলুর রহমান, আনোয়ার হোসেন খান, সুমন খান, আলমঙ্গীর হোসেন প্রমুখ।
এর পূর্বে বেলা ১১টায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মীসভায় তিনি আরও বলেন, দলের মধ্যে দ্বিধা বিভক্ত সৃষ্টি করতে দেশি বিদেশী একটি মহল ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে কর্মীদেরকে সজাগ থাকতে হবে। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক রাসেল আল ইসলাম।